ফেনী প্রতিনিধি : ফেনীতে বজ্রপাতে মঙ্গলবার সকালে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, সোনাগাজী উপজেলার চর ছান্দিয়ায় অাবদুল হাদির ছেলে মামুন (২৫) ও অামিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের চলু মিয়ার ছেলে অাবুল বাশার (৫৫) মঙ্গলবার সকালে বজ্রপাতে নিহত হয়।
অপরদিকে, দাগনভুঞা পৌরসভাস্থ অালিয়াপুর গ্রামের অাজিজুল হকের ছেলে ফকির অাহম্মদ (৩৫) একই সময় বজ্রপাতে নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।