দৈনিক যুগান্তরের গ্রেফতারকৃত দুই সাংবাদিকের মুক্তির দাবিতে ফেনীতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি :

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দৈনিক যুগান্তরের গ্রেফতারকৃত দুই সাংবাদিক সহ সারাদেশে আটককৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে ফেনীতে শনিবার সকালে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করা হয়েছে ।

 

ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যুগান্তর স্বজন সমাবেশ ও ফেনীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে যুগান্তর ফেনী জেলা প্রতিনিধি যতন মজুমদারের সভাপতিত্বে  আয়োজিত মানববন্ধনে ফেনীর সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন।

 

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয় ।

 

বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে বাক স্বাধীনতা হরনের চেষ্টা চলছে। এ ধারা অব্যহত থাকলে সারাদেশে কঠোর কর্মসুচি পালন করবে সাংবাদিক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *