সাংবাদিক অরূপের বাসায় ঢুকে মব সৃষ্টি, এফইউজের নিন্দা

ফেনী প্রতিনিধি :
চট্টগ্রামে প্রকাশ্যে সাংবাদিককে বাসায় ঢুকে মব সৃষ্টি ও হত্যার হুমকি দিয়েছেন পটিয়ার চিহ্নিত সন্ত্রাসী সুজন বিশ্বাস।

 

এ ঘটনায় রোববার বাংলাদেশ সমাচার প্রতিনিধি ভুুক্তভোগি সাংবাদিক অরূপ চন্দ্র সিএনপি’র সদরঘাট থানায় একটি জিডি করেছেন।

 

সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ।

জানাগেছে, গত ৭ অক্টোবর রাত ৯ টার দিকে নগরের সদরঘাট থানাধীন দক্ষিণ নালা পাড়া লোকনাথ ষ্টোরের পাশের গলি বুলেট বিল্ডিংয়ের ২য় তলায় দলবল নিয়ে প্রকাশ্যে সাংবাদিক অরুপকে হত্যার হুমকি দেন সুজন বিশ্বাস । সে পটিয়া থানাধীন সুচক্রদন্ডী ইউনিয়নের সাকনি ষষ্ঠী চরণ কবিরাজের বাড়ীর দেবাশীষ বিশ্বাসের ছেলে।

 

জিডিতে তিনি উল্লেখ করেন, পূর্বশত্রুতার জের ধরে উক্ত বিবাদী আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যা অথবা মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকী দেয়।

সাংবাদিক অরূপ চন্দ্র বলেন, গত ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় “আগ্রাবাদে চসিকের জায়গা অবৈধভাবে দখল করে ব্যবহার করছেন প্রভাবশালী সিন্ডিকেট” শিরোনামে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন করি। প্রতিবেদনটি আমলে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

 

এই অবৈধ স্থাপনা থেকে আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতার নাম ভাঙ্গিয়ে সুজন বিশ্বাস নিয়মিত চাঁদা আদায় করত। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ার জেরে তিনি আমাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ মঙ্গলবার রাত ৯ টায় তিনি আমার বাসায় ঢুকে মব সৃষ্টব করে আমাকে হত্যার হুমকি দেয়।

ছবিতে অভিযুক্ত সুজন বিশ্বাস।

 

 

 

 

 

 

অভিযুক্ত সুজন বিশ্বাস আওয়ামী লীগের এক ওয়ার্ড কাউন্সিলরের সহযোগীতা ওই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *