ফেনী :
জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার(১৪অক্টোবর) দুপুর ২টায় শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলাপ্রশাসক সাইফুল ইসলাম।
উদ্বোধনী দিনের খেলায় ফেনী সদর উপজেলা দলের সাথে অংশ নেয় ফুলগাজী উপজেলা দল ।
উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, ফেনী ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মহী উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল প্রমূখ।
এর আগে, ১৩ অক্টোবর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করেন জেলা প্রশাসক।
জেলাপ্রশাসক জানান, ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে ফেনীর ৬ উপজেলা ফুটবল দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় লড়বে। ক গ্রুপে রয়েছে ফেনী সদর, পরশুরাম ও ফুলগাজী; খ গ্রুপে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর।
জানাগেছে , এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজমানি। রানারআপ দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য রয়েছে ২০ হাজার টাকার প্রাইজমানি।
এছাড়াও খেলায় ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা গোলরক্ষক ও সেরা গোলদাতার পুরস্কার প্রদান করা হবে।