ফেনী :
সোনাগাজীতে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে যুবদল নেতা আবুল বাশার গাজী (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(১৫ অক্টোবর) বিকাল তিনটার দিকে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের আবুল কালামের ছেলে ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক। ভিকটিমের মায়ের দায়েরকৃৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।
জানাগেছে, আবুল বাশার গাজী দীর্ঘদিন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ওই শিশুকে একাধিকবার ধর্ষণ করেছে। এমনকি অপর এক ব্যক্তিকেও ধর্ষণে সহযোগীতা করেছে। এসব ঘটনার ভিডিও গোপনে ধারণ করেছে বাশার । পরে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে দুই দফায় মোট ১৫ হাজার টাকা আদায় করে বাশার।
স্থানীয়দের দাবি, আবুল বাশার তার দোকানে সার্টার বন্ধ করে এসব অসামাজিক কর্মকাণ্ড করে থাকে। এতে সামাজিকভাবে ব্যপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় যুবদল নেতা সোহাগ জানান, ধর্ষক বাশার যৌনতার একটি ভিডিও দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকেও টাকা নিয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির বলেন, আবুল বাশার বর্তমানে দলের কোন পদে নেই। সে যা করেছে, সেটা তার ব্যক্তিগত অপরাধ।
এর আগে, বুধবার সকালে ধর্ষনের ঘটনায় সোনাগাজী থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা। এতে প্রধান আসামি হলেন আবুল বাশার। এছাড়া বাশারের সহযোগী একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের গেদুমিয়াকে আসামি করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পরিবারের দায়েরকৃদ মামলায় তাকে আদালতে পাঠানো হবে।