ফেনীর নতুন জেলাপ্রশাসক যোগদানের আগেই বিতর্ক

ফেনী :
ফেনীতে নতুন জেলাপ্রশাসক পদে উপ সচিব মিজ্  মনিরা হককে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক বিতর্ক হচ্ছে তাকে ঘিরে। ৩৬ তম বিসিএস এর এ কর্মকর্তা বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব।

গণমাধ্যমে খবরে তাকে ক্ষমতাচ্যুত সরকারের সহযোগী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের আস্থাভাজন বলা হয়েছে।

২০১৭ সালের ৩ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ জন পর্যন্ত সুরক্ষা ও সেবা বিভাগের সংবেদনশীল ইমিগ্রেশন শাখায় কাজ করেছেন।

এ ছাড়াও মনিরা হক গাজীপুরের সহকারী কমিশনার, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফেনীর সিনিয়র সহকারী কমিশনার, পরশুরামের উপজেলা নির্বাহী অফিসার, পরিকল্পনা কমিশনে কাজ করেছেন।

তিনি ফেনীর পরশুরামে উপজেলা নির্বাহী অফিসার পদে ছিলেন। সেখানে কর্মরত থাকাকালীন সাবেক এমপি  জাসদের সেক্রেটারি শিরীন আখতার ও আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের আস্থাভাজন ছিলেন বলে অনেকে মন্তব্য করেছেন।

উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর বর্তমান জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও সমালোচনা করা হয়েছে এসব গণমাধ্যমের সংবাদে। তাকে পদায়নের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *