প্রতিবেদক :
ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বদরপুরে এক শিশুর হাতে দেখা মিলল দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র। এমন একটি ছবি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে। অস্ত্রটি বদরপুর গ্রামের হোসেন মাঝি বাড়ির আবুল খায়েরের ছেলে ও ইউনিয়ন স্বেচ্চসেবকদলের সেক্রেটারি প্রার্থী আবুল হোসেন সুজনের বলে জানাগেছে।
তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।
জানা গেছে, ভাইরাল হওয়া শিশুটির মামা আসাদুর জামান নুর তার নিজ নামীয় ফেসবুক আইডিতে বন্দুক হাতে ভাগিনার একটি ছবি পোস্ট করেন। পোষ্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘এটা আমার বড় ভাগিনা, ওর হাতে থাকত এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, আর অথচ ওর হাতে এখন অরজিনিয়াল পিস্তল।’
সামাজিক মাধ্যম ফেসবুকে বন্দুক হাতে শিশুর ছবি প্রকাশ হলে শুরু হয় তোলপাড়। কয়েক ঘণ্টা পর ফেসবুকের ওই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি। তার আগে অনেকে ছবি ও স্কিনশর্ট সেভ করে নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছেন।
এ ব্যপারে শিশুর পিতা সুজন বলেন, ‘বন্দুক হাতে শিশুটি আমার সন্তান। আমার সন্তানের হাতে কিভাবে এই বন্দুক গেলো আমি জানিনা।
স্থানীয়দের দাবি, ৫আগষ্টের পর থেকে সে এলাকায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫/৬ জন নেতাকর্মীকে মারধর করে চাঁদাবাজি করেছে। অস্ত্র প্রদর্শন করে অনেকের কাছ চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছিল।
কিছুদিন পুর্বে যৌথবাহিনী সদস্যরা সুজনকে অস্ত্র ও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছিল। তখন সে নিজেকে কৃষক পরিচয় দিয়ে প্রতারনা করে রক্ষা পায়।