ফেনী প্রতিনিধি :
ভোজন রসিক ও ভোজন বিলাসী জেলা ফেনীতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে এ প্রথম বৃহৎ পরিসরে উদ্বোধন হয়েছে দি হেরিটেজ লাউঞ্জ।
রোববার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মো. সাইফুদ্দিন। এতে বিভিন্ন শ্রেণীর পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘বাংলার ঐতিহ্য এক টেবিলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬০ জন হাফেজের উপস্থিতিতে পবিত্র কুরআন খতম শেষে দোয়ার মাধ্যমে যাত্রা শুরু হয়।
উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, জেলা স্বেচ্চাসেবকদলের সভাপতি সাইদুর রহমান জুয়েল প্রমূখ।
জানা গেছে, উদ্বোধন উপলক্ষে সকল প্রকার আইটেমে (২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত) ২০% ডিসকাউন্ট। সকালের নাস্তা, দুপুরে মাছ, মাংস, সবজি, স্পেশাল ভাজি, ভর্তা, বিরিয়ানি, বিকেলে পরটা, ফিস বারবিকিউ, জুস, আইটেম, লাচ্ছি ও মিল্কশেক, ভেজার্ট আইটেম সহ শুরু থেকে বিভিন্ন ধরনের মুখরোচক ১৫৪ প্রকার আইটেম নিয়ে শুরু হচ্ছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মোশারফ হোসেন মজুমদার জানান, সকালে ২০ প্রকার নাস্তা, দুপুরে ২০ প্রকার মাংস, ১৬ প্রকার মাছ, ৭ প্রকার বিভিন্ন প্যাকেজ, ১১ প্রকার স্পেশাল ভাজি ভর্তা, ৯ প্রকার বিরিয়ানি, বিকেলে ২৭ প্রকার রুটি পরটা বিভিন্ন ধরনের চিকেন, ৫ প্রকার বারবিকিউ বিভিন্ন আকার, ১২ ধরনের জুস ও কপি, ৯ ধরনের লাচ্ছি মিল্কশেক ১৫ ধরনের ডেজার্ট আইটেম সহ ১৫৪ ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হবে।
তিনি আরো বলেন, ফেনীবাসীর সহযোগিতা পেলে আগামীতে তাদের পছন্দ আমাদের অনুপ্রেরণা জোগাবে। এ ছাড়াও বিয়ে, জন্মদিন, আকর্দ, সভা, সেমিনারসহ ছোট বড় সকল অনুষ্ঠান করার সু ব্যবস্থা সহ সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।