পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি প্রদান

ফেনী :
জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী ।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের হাতে এ স্মারকলিপি তুলে দেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।

 

জানাগেছে, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদসহ পাঁচ দফা দাবিতে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন জেলা জামায়াতে ইসলামী। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

এরপর জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি দেন জামায়াত নেতৃবৃন্দ ।

 

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম ও এড. জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *