ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্ত থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় মদ জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর সদস্যরা। শনিবার (১১ অক্টোবর) দুপুরে যশপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ যশপুর বিওপির একটি নিয়মিত টহল দল শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় মদের মোট ৮৭ বোতল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।