সোনাগাজী প্রতিনিধি : আগামী ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড়ের উপ-নির্বাচন উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান জহিরুল অালম জহির’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সোনাগাজী উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা মোঃ মাইনুল হক।
সভায় বক্তারা , এলাকাবাসীকে সুষ্টু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে বলে আশ্বাস দেন।
সভায় ২ নং ওয়ার্ডের সকল সদস্য প্রার্থী ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউপি সদস্য এনামুন হক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ওয়ার্ডটির সদস্য পদ শুন্য হয়।