সাংবাদিক ও সংগঠক নিশাতের সম্মাননা পদক লাভ

 

প্রেস বিজ্ঞপ্তিঃ আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও এস আর মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক ও সংগঠক হোসনে মোবারক নিশাত বিশেষ সম্মাননা পদক লাভ করেছেন। রবিবার বিকালে রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি,মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন।

 

এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ নেতা ড. মির্জা জলিল, আওয়ামীলীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম হারুন, স্বপ্নীলের চেয়ারম্যান, ব্যাংকার মনজুরুল আলম টিপু, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম মেহেদি হাসান।

 

এস আর মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মডেল সাহাব এর সভাপতিত্বে ও সংগীত শিল্পী রবিন আহম্মদের উপস্থাপনায় আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বিশেষ সম্মাননা পদক অর্জন করায় সাংবাদিক ও সংগঠক হোসনে মোবারক নিশাত সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *