দক্ষিন সুনামগঞ্জ :
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই ইমতিয়াজ সরকার, এএসআই জাকির হোসেনসহ একদল পুলিশ পাগলাবাজার-জগন্নাথপুর সড়কের ভমভমি ব্রিজ এলাকা থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে ১টি পাইপগান, কয়েকটি রামদা, কয়েকটি রাবার বুলেট, ২টি রেঞ্জ, ১টি কুড়াল, ১টি শাবলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল জগন্নাথপুর উপজেলার চেইছাখানি গ্রামের মৃত মছলম উল্লার ছেলে আব্দুর রউফ (৫০), মজিদপুর গ্রামের মৃত কাছিম উল্লার ছেলে নুর উদ্দিন (৫০), বাউরকাপন গ্রামের মৃত হেকিম মুন্সির ছেলে আব্দুল হামিদ (৩৯)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন বলেন, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।