মোহাম্মদ ইকবাল হোসাঈন:
১১ই ফেব্রুয়ারি রবিবার, বিকেলে ফেনী শিল্পকলা একাডেমীতে, জাতীয় কবিতা পরিষদ, ফেনী জেলার আয়োজনে স্ব-রচিত কবিতা পাঠ, সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক — কবি উত্তম দেবনাথের সঞ্চালনায় আড্ডায় আরো উপস্থিত ছিলেন এস, এম, টি, কামরান হাসান, কালচারাল অফিসার, ফেনী; বাবু সমরজিৎ দাশ টুটুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় পরিষদ সদস্য ও পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ; বাবু সমর দেবনাথ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফেনী জেলা ; জনাব আলী আহাম্মদ তীতু, ফেনী জেলা নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর। নাট্য সংগঠন সংলাপের, সাধারণ সম্পাদক, বাবু নারায়ণ নাগ।
সংগঠনের সাধারণ সম্পাদক, উত্তম দেবনাথের পরলোকগত পিতা, কবি, বকুল আক্তার দরিয়ার সদ্যপ্রয়াত স্বামী, কবি রফিকুর রহমান ভূঁয়ার মরহুমা স্ত্রীর আত্মার কল্যাণ কামনায় এক মিনিট নিরবে দাঁড়িয়ে স্রষ্টা সমীপে প্রার্থনার মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কবিতা পাঠ করেন —
কবি ওবায়েদ মজুমদার, শিখা সেন গুপ্ত, নাস্রীন জেরিন সুলতানা, আবদুল ওয়াদুদ, মোহাং ইসহাক মজুমদার, মোঃ ইউনুস ভূঁঞা, স্বদেশ দত্ত, সবুজ তাপস, শামীমা আক্তার লীপি, উম্মে কুলসুম মুন্নি, ডাঃ গাজী মোঃ হানিফ, মোঃ মোসলে উদ্দিন মুসলিম,মোঃ শাহ আলম, দেলোয়ার হোসেন মেহেদী, সাজ্জাদ হোসেন সাখাওয়াত, নাজিম উদ্দিন মাহামুদ ভূঁঞা, হেলাল শাহাদাত, রেহানা ইয়াসমিন, তাজরিন সুলতানা শারমিন, মোঃ শাহ আলম, নুরুল হুদা, মোঃ মহিউদ্দিন খোকন, নার্গীস সুলতানা মায়া ও ক্ষুদে কবি আবদুল্লাহ্ আল মাহমুদ প্রমুখ।
পাঠ ও প্রাণবন্ত আড্ডায় অনুষ্ঠানটি উৎসব মুখর হয়ে উঠে।