নিজস্ব প্রতিবেদক-
আজ ১২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় সোনাগাজী পৌর মিলনায়তনে স্বদেশ প্রতিভা বিকাশ সাহিত্য সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
মোহাম্মদ ইকবাল হোসাঈন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সুরকার, গীতিকার, ও কবিতা নিকেতন ফেনী’র পরিচালক কবি মোঃ ইকবাল হোসাঈন চৌধরী, পানকৌড়ি প্রিন্টার্স এর সত্ত্বাধিকারী হেলাল শাহাদাত, বিশিষ্ট ব্লগার গিয়াস উদ্দিন লিটন, আইনজীবী হাসান মাহমুদ, ইসলামীক ফাউন্ডেশনের সহকারী পরিদর্শক নুর আলম,
আরো উপস্থিত ছিলেন, কবি মহিউদ্দিন খোকন, কবি এস এন আবছার সোহাগ, কবি এম আবদুল আলী, বেলাল হোসেন নিরব প্রমুখ।
অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন, মাওঃ হারুনুর রশীদ, এনামুল হক এনাম, মাহফুজ উল্যাহ, আরিফুল ইসলাম টিপু, ডাঃ গাজী মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইকবাল হোসাঈন।
স্বদেশ প্রতিভা বিকাশ সাহিত্য সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন মেহদী’র সভাপতিত্বে, মোনাজাত পরিচালনা করেন মাওঃ হারুনুর রশীদ।