বাংলার দর্পন ডটকম :
শনিবার বিকেল তিনটার দিকে সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ ও সাবেক সভাপতি,রোকেয়া হল ছাত্রলীগ নেত্রী শারমিন সুলতানা লিলি তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন ,যেখানে সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের সমালোচনা করেন তিনি।
শারমিন সুলতানা লিলির ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হল।
“রাজপথ কাকে বলে জানে না। থাকেন বৈদেশে (আর এমন ছ্যাচরাদের সংখ্যা দেশেই বেশি) আবার প্রোগ্রামে এসে ঠনঠন করে এদেরকে সামনের সারিতে বসতে দেখে এবং বসতে দেখার কৌশল দেখে আশ্চর্য হই!! কি শ্রম আর কি পরিশ্রম সবই পন্ডশ্রম। ভালো থাকুক প্রিয় সংগঠন
বি.দ্র: হাইব্রিড এর সৌন্দর্যের আড়ালে হারিয়ে যায় পরিশ্রমির সৌন্দর্য্য!”
লিলির এ ফেসবুক স্ট্যাটাসের কমেন্টে অনেকেই সহমত পোষণ করে হাইব্রীড নেতাদের সমালোচনা করতেও দেখা যায়। একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রলীগ নেত্রী বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক হিসাবে সংযুক্ত আছেন।