ফেনী সদর প্রতিনিধি : ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিন লেমুয়া হাকিম অাবুল কাশেমের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পুর্ব শত্রুতার জের ও চাঁদার দাবীতে মঙ্গলবার(৪জুলাই) সকালে সাবেক ইউপি সদস্য হোসেন ও খুরশিদের নির্দেশে একই গ্রামের রবিউল হক রবির ছেলে জুৃয়েল, অাবদুল ওহাবের ছেলে সাইফুল ইসলাম এবং খুরশিদের ছেলে ইমাম হোসেনের নেতৃত্বে ১০/১২ জন অস্ত্রধারি যুবক ওই ঘরে হামলা চালায়। এসময় বসতঘরের দরজা, জানালা ভাংচুর চালিয়ে মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় হাকিম অাবুল কাশেমের মেয়ে শাহানা অাক্তার বাদী হয়ে ওইসব সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। শাহানা অাক্তার বলেন, ওইসব সন্ত্রাসীরা চিহ্নিত চাঁদাবাজ ও মাদকসেবী। আমার বৃদ্ধ মা বাবা বাড়ীতে থাকেন। তাদেরকে সহজসরল পায়ে সন্ত্রাসীরা চাঁদাদাবী করে এবং বাড়ীর জমি দখলের পায়তারা চালায়। ব্যার্থ হয়ে ওইদিন বসতঘরে হামলা চালায়। ফেনী সদর থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, লিখিত অভিযােগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অাইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন নাসিম জানান, অভিযুক্তরা চিহ্নিত মাদকসেবী ও চাঁদাবাজ।