দাগনভূঞার উত্তর চাঁদপুর দারুল আবরার মাদরাসায় অভিভাবকদের সাথে মতবিনিময়

ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞার উত্তর চাঁদপুর দারুল আবরা-র মাদরাসায় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদ মজুমদার।

মাদরাসার উদ্যোক্তা ও সভাপতি অধ্যাপক মাঈন উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলোনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, দারুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুল্লাহ মামুন, দীপ্ত টিভি ও ডেইলি সানের ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম মিন্টু।

শামসুল আরেফিন আরিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা একাডেমী সিনিয়র শিক্ষক শাহাব উদ্দিন, মাওলানা শাহ আলম, হাফেজ নুরুল আমিন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল করিম আলো, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৎ, যোগ্য, ন্যায়পরায়ন ও সু-নাগরিক গড়ার প্রত্যয়ে দাগনভূঞার উত্তর চাঁদপুর গ্রামে প্রতিষ্ঠিত দারুল আবরা-র মাদরাসা। ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে নূরানী, নাজেরা, হিফজ, এবতেদায়ী দাখিল ও আলিম পর্যাক্রমে চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে নুরানী শিশু জামাত হতে তৃতীয় জামাত, এবতেদায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।

বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *