সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী গ্রাম থেকে দেশীয় তৈরি একটি এলজি সহ আবুল হাসেম (৩৫) নামে এক জলদস্যুকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সূত্র জানায়- বুধবার ২১.৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পিএসআই মোঃ সহিদার রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার চর সাহাভিকারী গ্রামে অভিযান চালায়। এসময় উক্ত গ্রামের বজলের রহমানের পুত্র আবুল হাসেম কে একটি দেশীয় তৈরি এলজি সহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন জানান- ধৃত হাসেমের নামে একাধিক মামলা রয়েছে। তাকে অস্রসহ গ্রেফতার করা হয়েছে। সে মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।