চীনের নানহু সেতু, উড়ে গেল ৩ সেকেন্ডে 

বাংলার দর্পন

আন্তর্জাতিক ডেস্ক ||

চীনের নানহু সেতুটি ৭৫০ কেজি বিস্ফোরক ব্যবহার করে মাত্র ৩.৫০ সেকেন্ডে উড়িয়ে দেয়া হয়েছে। চীনের কর্তৃপক্ষ বেশ পরিকল্পিতভাবেই করেছে কাজটি।

৪০ বছরের পুরোনো বৃদ্ধ জরাজীর্ণ সেতুটি তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটি যেকোনো সময় ভেঙে পড়তে পারত। আর এ ঝুঁকি এড়াতেই তারা এমনটা করেছেন।

স্থানীয় সময় রোববার সকালে উত্তর চীনের নানহু সেতুটি ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে মাত্র ৩.৫০ সেকেন্ডে উড়িয়ে দেয়া হয়।

চীনভিত্তিক টেলিভিশন চ্যানেল সিজিটিএনের দেয়া তথ্য অনুযায়ী, ১৯৭৮ সালে নির্মিত এ সেতুটির পাশে একটি নতুন সেতু নির্মাণ এবং বিপজ্জনক পরিস্থিতি এড়াতে ভেঙে ফেলা হয়েছে। প্রকৌশলীরা ১৫০ মিটর দীর্ঘ ও ২৫ মিটার প্রস্থ সেতুটি পুরোপুরি ৭৫০ কেজি বিস্ফোরক দিয়ে মুড়িয়ে দেন।

সেতু মাত্র ৩ দশমিক ৫ সেকেন্ডে চূর্ণবিচূর্ণ হয়ে উড়ে যায়। চারদিকে ধুলাবালু ছড়িয়ে পড়ে আকাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে ওঠে।

সিজিটিএন জানিয়েছে, সেতুটির ধ্বংসাবশেষ সরিয়ে নিতে তিন থেকে পাঁচ দিন লাগতে পারে।

সংবাদমাধ্যম চীনা ডেইলির প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সেতুটি বর্তমান সেতুর চেয়ে অনেক বেশি দীর্ঘ ও প্রশস্ত হবে। এর উভয় পাশেই থাকবে ট্রেন লাইন, যা এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ করবে। তা ছাড়া নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে নাগরিক সুবিধাও বাড়বে। নতুন সেতুটি সম্ভবত এ বছরের সেপ্টেম্বরের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *