নিউজ ডেস্কঃ
শেখ হাসিনা-নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৬টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে তিনটি প্রকল্পের।
এরমধ্যে উল্লেখযোগ্য হলো, ত্রিপুরায় সাবরুম শহরে পানীয় জল সরবরাহ প্রকল্পে ফেনী নদী থেকে থেকে ১ দশমিক আট দুই কিউসেক পানি প্রত্যাহার বিষয়ে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় এবং ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের মধ্যেকার চুক্তি। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বিষয়ক চুক্তিও সই হয়েছে।
এছাড়া, যুব উন্নয়নে বাংলাদেশের যুব ও ক্রিড়া মন্ত্রণালয় এবং ভারতের যুব ও ক্রিড়া বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতায় একটি সমঝোতা স্মারক সই হয়।