ফেনী’ প্রতিনিধি :
ফেনীতে ১ কোটি ৭০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি গতকাল ভোর ৭ টার দিকে র্যাব-বিজিবির দুটি দল শহরতলীর লালপোলে অবস্থান নেয়। সীমান্তবর্তী এলাকায় থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী চট্টগ্রামের দিকে যাওয়ার পথে গাড়ি তল্লাশী করা হয়। মাল ভর্তি ট্রাক সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দিলে চালক দ্রুত গতিতে চালিয়ে কিছুদুর সামনে গিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই ট্রাক থেকে ১ কোটি ৭০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬শ ৯ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। ট্রাকটি আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ভারতীয় শাড়ী ও ট্রাক ৪ বিজিবির হেফাজতে রয়েছে।