হানিফ ডালিম :
ফেনীতে ”এখনই সময় অঙ্গীকার করার,যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পালিত হলো বিশ্ব যক্ষ্মা দিবস ২০১৯। ফেনী জেলা সিভিল সার্জন অফিস ও ব্র্যাক-ফেনীর আয়োজনে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন ডাঃ হাসান শাহরিয়া কবির, পরিচালক স্বাস্থ্য, চট্রগ্রাম বিভাগ ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিনের সঞ্চালণায় বক্তাগণ যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সকলকে অঙ্গীকার এবং দায়িত্ব নিয়ে সকলকে কাজ করার আহবান জানান। সভায় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ,বক্ষ ব্যাধি ক্লিনিক এর কনসালটেন্ট,সদর হাসপাতালের কর্মকর্তা বৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা সহ ব্র্যাক এবং নাটাবের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।