ফেনীর দাগনভূঞায় এক নারীসহ দুইজনের উপর হামলার ঘটনায় কেউ অাটক হয়নি

 

 

 

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর দাগনভূঞা উপজেলার উদরাজপুর এলাকায় নারীসহ দুজনকে পিটিয়ে মাথায় গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উদরাজপুর এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের বাঁশতলার কিছু যুবক এই ঘটনা ঘটায় বলে জানা গেছে।

 

আরো জানা যায়, বাঁশতলা পাড়ার কিছু যুবক প্রথমে লাঠি নিয়ে এসে একটা ছেলেকে গুরুতর লাঠিপেটা করতে থাকে। তার চিৎকারে শাহেদা আক্তার (৩৮) নামে একজন নারী বেরিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি লাঠি দিয়ে আঘাত করে। সাথে সাথে শাহেদা আক্তারের মাথা ফেটে রাস্তায় লুটে পড়ে। তাকে উদ্ধার করতে তার চাচাতো ভাইয়ের মেঝো ছেলে এনায়েত উল্লাহ(১৯) এগিয়ে আসলে তাকেও মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এইসময় উদরাজপুর এলাকার বিশ্ববিদ্যালয়ের পডুয়া এক ছাত্র সহ অনেকেই আহত হয়।

 

তৎক্ষনাৎ স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে উপজেলার সরকারি হাসপাতালে নিলে জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিস্যক আহত দুই জনকে ফেনী শহরে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। এখন উদরাজপুর এলাকায় সবার মাঝে আতংক বিরাজ করছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ  জানান, আহতের আত্নীয়স্বজন থানায় এসে অভিযোগ করেছে, তদন্ত চলছে, এখনো কেউ অাটক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *