মাে. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় বিরামপুরের ঘাসুড়িয়া বিজিবি’র টহলদল সীমান্তেÍ অভিযান চালিয়ে ভারত থেকে চােরাপথে আনা ২৫০ পিচ নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেন। গতকাল ৯ জুন শুক্রবার বিরামপুরের ঘাসুড়িয়া বিওপির নায়কসুবদার মা. আব্দুল হুদা গাপন সূত্র সংবাদ পয় গভীর রাত্রীত সীমান্ত এলাকায় একটি রাস্তায় উৎপত থাকলে চােরাকারবারীরা বিজিবি’র সদস্যদেরকে দেখে একটি পােটলা ফেলে রেখে পালিয়ে যান। বিজিবি’র টহল দল পাটলাটি উদ্ধার করে ঘাসুড়িয়া ক্যাম্প এনে সেখান থেকে ২৫০ পিচ প্যাথডিন ইনজেকশন উদ্ধার করেন। আটক কৃত প্যাথডিন ইনজেকশন এর মূল্য ১ লাখ টাকা ।
এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাে. কােরবান আলীর সাথে শুক্রবার মুঠাে ফােনে কথা বললে তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবি’র টহলদল গােপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক আটক করেন।