দিনাজপুরে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত | বাংলারদর্পন 

জানে আলম শেখ:

দিনাজপুরের বিরল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবু ওরফে গলা বাবু (৪৫) নাকে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার মুরাদপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বাবু বিরল উপজেলার টেঘরা নারায়ণগপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। পুলিশের দাবি, নিহত বাবু চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বিরল থানায় ৯টি মামলা রয়েছে।

বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, রাতে মুরাদপুরে মাদক বিরোধী অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে গলাকাটা বাবুর নেতৃত্বে মাদক কারবারিরা পুলিশের ওপর আক্রমণ করে।

পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পিছু হটে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি রাইফেল, একটি হাসুয়া, চাটির ককটেল ও ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি আব্দুল মজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *