মাে. আফজাল হােসেন দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় দক্ষিন দাইনুর বিওপির বিজিবির টহল দল সীমান্তেÍ অভিযান চালিয়ে মালিক বিহীন একটি পুকুর পাড়থেকে পিস্তলসহ ১রাউন্ড গুলি উদ্ধার করেন। গত ৯ জুন শুক্রবার দিবাগত রাত্রি ৩টায় দক্ষিন দাইনুর বিওপির দায়িত্ব নিয়ােজিত হাবিলদার মাে. শহিদুল ইসলাম বিজিবির সদস্যদেরকে নিয়ে সীমান্তÍ এলাকায় রাত্রীতে টহল দেওয়ার সময় গােপন সংবাদের ভিত্তিতে সীমান্তÍ সংলগ্ন পুকুর পাড়ে গিয়ে পলিথিন মােড়ানাে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে সক্ষম হননি।