আব্দুর রহিম বাবলু, স্টাফ রিপাের্টার: নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ সংলগ্ন অরবিট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইমরুল কায়েসের স্ত্রী জেসমিন আকতারের বিরুদ্ধে বাসার কাজের মেয়ে রীনা আক্তার (১৩) হত্যার অভিযােগ উঠেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ইফতারির সময় কাজের মেয়ে রীনা আক্তার ইমরুল কায়েসের পরিবারের সদস্যদের সাথে ইফতার করেন। ইফতার করার কিছুক্ষণ পর অন্য একটি রুমে লাশ ঝুলন্ত দেখা যায় বলে দাবি করেছে পরিবারটি।। পুলিশ ঝুলানা অবস্থায় লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা জানান, রীণা আক্তার মত্যু হয়েছে।
ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।