নোয়াখালীতে ৬ পা বিশিষ্ট অদ্ভুত গরুর বাছুরের জন্ম! দেখতে ছুটছেন হাজারো মানুষ

 

 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্নচর উপজেলায় ৬ পা বিশিষ্ট একটি গুরুর বাছুরের জন্ম নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এটিকে আল্লাহর অলৌকিক সৃষ্টি বলে দাবী করছেন। বাছুরটি দেখতে ঐ বাড়ীতে ভিড়

করছেন শত শত উৎসুক গ্রামবাসী। ঘটনাটি ঘটে সুবর্নচর উপজেলা ১ নং চরজব্বর ইউনিয়ন, চর রসিদ গ্রামের পান বেপারি বাড়ীতে। দিন মজুর কৃষক মনির জানান, গত সোমবার রাত ৮টার সময় তার গাভীটি একটি বাছুর প্রসব করে। গরুর চিৎকার কারে তার স্ত্রী গোয়াল ঘরে গিয়ে দেখতে পান একটি বাছুর প্রসব করেছে। তিনি গরুর বাছুরটিকে ধরতে গিয়ে বাছুরটির ৬ পা দেখে ভয় পেয়ে যান। পরে তার স্বামী মনির মসজিদ থেকে নামায পড়ে বাড়ীতে ফিরলে ঘটনাটি তার স্ত্রী তাকে জানান, বাছুরটি দেখে তিনিও ভয় পেয়ে যান।

প্রতিবেশীদের জানালে তারা এটি একটি অলৌকিক বাছুর বলে আখ্যা দেন পরে বিষয়টি জানাজানি হলে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে মনিরের বাড়ীতে।

সরজমিনে গিয়ে দেখা যায় বাছুরটির পিঠের উপরে অতিরিক্ত দুটো পা, বাচুরটি সম্পূর্ণ সুস্থ্য এবং অন্য গরুর মতই দিব্যি ঘাস খাচ্ছে। এদিক সেদিক ছোটাছুটি করছে স্বাভাবিক ভাবে। একই ইনিয়নের বাসিন্দা হারিছ চৌধুরী বাজারের ব্যবসায়ী মোঃ ইব্রাহিম জানান তিনি ঘটনাটি শুনে ৭ কিলোমিটার দূর থেকে এসেছেন বাচুরটিকে এক নজর দেখতে। তিনি এটাকে আল্লাহর অলৌকিক নিদর্শন বলে মনে করেন।

এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আলাপ করতে চাইলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক গ্রামবাসী ঐ বাছুরসহ গরুটি বিক্রি করতে পরামর্শ দিচ্ছেন কিন্তু তিনি সৃষ্টি কর্তার অপরুপ সৃষ্টি বলে তা বিক্রি করতে রাজি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *