নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি সংক্রান্ত মামলায় করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে গুলশানের বাড়িটি মওদুদ আহমদকে ছাড়তেই হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মওদুদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তবে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ হয়ে যাওয়ার পরও বাড়িটি ছাড়বেন না বলে জানিয়েছেন মওদুদ আহমদ। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি বাড়ি ছাড়ব না। এটা আমার এবং মালিকের বিষয়। এটা সরকারের কোনো বিষয় নয়।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিমির সভাপতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রবিবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।