এ বাসার(চঞ্চল) রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউপি’র চকমনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী সাহা’র বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা ভিত্তিক কোঠায় প্রকৃত ঠিকানা গোপন রেখে ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকুরী নেওয়ার অভিযোগ উঠছে। স্থায়ী ঠিকানা জাল করে সরকারি চাকুরী নিয়ে গত প্রায় ৭ বছর ধরে
চাকুরীর আড়ালে বহাল তবিয়তে সরকারি টাকা হাতিয়ে নিচ্ছে স্বপ্না রাণী সাহা। সংশ্লিষ্ট মহলের উদাসীনতায় সরকারি পর্যায়ে এমন জালিয়াতি করা সম্ভব বলে মনে করছেন সচেতনমহল।এ যেন দেখার কেউ নেই! কে দেখবে এই বিষয়টি!এমন নানা অভিযোগের জল্পনা-কল্পনার ঝড় বয়ছে রাণীনগরে। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা। জানা গেছে, নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার মনোরঞ্জন সাহা’র মেয়ে স্বপ্না রাণী সাহা’র বিয়ে হয় নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউপি’র পারশাঔল গ্রামে। স্বামী প্রদীপ সাহা ‘আশা’ এনজিও’তে চাকুরী করেন।চাকুরীর সুবাদে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় থাকা কালে সময়ে গত সাড়ে ৭ বছর আগে শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শূন্যপদে উপজেলা ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলে চতুর স্বপ্না রাণী সুযোগ বুঝে নিজের প্রকৃত স্থায়ী ঠিকানা গোপন রেখে নওগাঁ জেলার আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ মহল্লার স্থায়ী বাসিন্দা হিসেবে ভুয়া ঠিকানা দিয়ে চাকুরীর জন্য আবেদন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আত্রাই উপজেলার তিলাবদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে গত ২১/০৯/২০১০ইং তারিখে
যোগদান করেন। তার স্বামী প্রদীপ সাহা আত্রাই উপজেলা থেকে বদলি হয়ে জেলার বদলগাছী
উপজেলাতে আসে। আত্রাই উপজেলায় দীর্ঘ প্রায় ৫বছর চাকুরী করার পর তিনি অধিদপ্তরের ঘনিষ্ঠ এক কর্মকর্তার সহযোগীতায় নিজের সুবিধা মত বদলি হয়ে জেলা শহরের নিকটতম রাণীনগর উপজেলার কাশিমপুর ইউপি’র চকমনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৫/০১/২০১৫ইং তারিখে যোগদান
করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে স্মারক নং-২৬২৯, ১৩/০৯/২০১০ইং তারিখে প্রেরণকৃত স্বপ্না রাণী’র নিয়োগপত্রে এবং তার সার্ভিস বইয়ের ৩নং পাতায় স্থায়ী ঠিকানার জায়গায় গ্রাম: সাহেবগঞ্জ, পো:-
আহসানগঞ্জ, উপজেলা:-আত্রাই, জেলা:- নওগাঁ এবং
তার জাতীয় আইডি নং-১৯৮১৬৪১০৩৭৩৭১৯১৫৯ উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তার মূল ঠিকানা হলো
নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউপি’র পারশাঔল গ্রামে।প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী সাহার কাছে তার স্থায়ী ঠিকানা সর্ম্পকে জানতে চাইলে তিনি
বলেন, আমি এই বিষয়ে আপনাদের (সাংবাদিকদের)
সাথে কথা বলা প্রয়োজন মনে করছি না। তাই আপনারা এখন আসতে পারেন।এব্যাপারে আত্রাই উপজেলা সদর ইউপি’র সাহেবগঞ্জ গ্রামের (ওয়ার্ডের) মেম্বার আব্দুল
হাকিম শেখ জানান, স্বপ্না রাণী সাহা আমার এলাকার ভোটার। তবে স্থায়ী বাসিন্দা নয়।ওনাদের বাড়ি অন্য জায়গায়। ওনার স্বামী এই এলাকায় যখন চাকরী করতেন তখন তারা এখানে ভাড়া বাসায় থাকতেন। এখন ওনারা এখানে থাকেন না।অপর দিকে স্বামী প্রদীপ সাহা’র বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউপি’র পারশাঔল গ্রামের (ওয়ার্ডের) মেম্বার হাতেম আলী জানান,প্রদীপ সাহা আমার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।তিনি আশা এনজিওতে চাকুরী করেন ও তার এক ভাই কলেজের প্রভাষক। ওদের পরিবারের সবাই ভাল।রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মজনুর রহমান জানান, বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় তাহলে অবশ্যই একজন প্রার্থীকে দুই ঠিকানায় উল্লেখ করতে হবে। স্বপ্না রাণী সাহা যদি ঠিকানা গোপন করে চাকুরী নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।.