এ বাশার চঞ্চল,
নওগাঁ প্রতিনিধি: দেশের উত্তর জনপদের খাদ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর রাণীনগর উপজেলায় ব্যাপক ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষের উজ্জল সম্ভাবনা দেখা দিয়েছে। স্বল্প খরচ অধিক লাভ অল্প পরিশ্রমের কারণে চাষিরা এই ফসল চাষের দিকে ঝুকে পড়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি রবি মৌসুমে বােরাে ধানের পাশাপাশি দিগন্ত জুড়ে ভুট্টা চাষের ডানা মেলেছে। কৃষকরা উপযুক্ত বাজার দর পেলে এবার ভুট্টা চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই আশা করছেন ¯স্থানীয় কৃষকরা। জেলার অন্যান্য উপজেলার চেয়ে রাণীনগর উপজেলায় এবার ভুট্টা চাষের প্রায় শীর্ষ ¯স্থান দখল করে নিয়েছে।
রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হিসাব মতে, মাত্র তিন বছর উপজেলায় প্রায় ছয়শত হেক্টর ধানী জমিতে কৃষকরা ধান চাষ না করে চলতি রবিশস্য মৌসুমে ভুট্টা চাষ করছে। কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা সাড়ে চারশত হেক্টর হলেও মাঠ পর্যায়ে ভুট্টা হয়েছে প্রায় ছয়শত হেক্টর জমিতে। ধান, পাট ও সবজির আবাদ করে কৃষকদের প্রতি মৌসুমে লােকসান হওয়ায় এবং বিগত বছর গুলােতে অনুকুল আবহাওয়া থাকায় ভুট্টার ভালো ফলন ও দাম আসানুরুপ পাওয়ায় এলাকার চাষিরা অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে প্রতি বছরই ঝুকে পড়েছেন কৃষকরা।