ফেনী প্রতিনিধি : নাট্যাচার্য ড. সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৪ জানুয়ারী শনিবার বিকেলে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামের বাড়ি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।
এ সময় তিনি ঘুরে ঘুরে ড. সেলিম আল দীনের বাড়ির বিভিন্ন স্থাপনা ও রেখে যাওয়া বিভিন্ন শিল্পকর্ম দেখেন। এছাড়াও তিনি তার নামে বাড়ির পাশেই নাট্যাচার্য ড. সেলিম আল দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।
এ সময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, ড. সেলিম আল দীনের ভাতিজা কুদরতে খুদা ফিকাছো প্রমূখ। পরিদর্শন কালে জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান নাট্যাচার্য ড. সেলিম আল দীনের নামে বাড়িতে ও সেনেরখিল এলাকায় বিভিন্ন ধরণের উন্নয়ন ও গবেষণা মূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের কথা জানান।