খাগড়াছড়ির সেরা করদাতা রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুঁইয়া

 

এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি):

আজ বুধবার ৮ নভেম্বর সকাল ১১টা চট্টগ্রাম কর কমিশনারের উদ্যোগে আয়োজিত ২০১৬-১৭ইং সনের সেরা ও দীর্ঘ মেয়াদী করদাতাদের মাঝে  সম্মননা ও ক্রেষ্ট প্রদান উপলক্ষে এক আলোচনা সভা চট্রগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

সেরা করদাতা পুরস্কার অনুষ্ঠানে এতে প্রধান অতিথি থেকে সেরা করদাতাকে ক্রেষ্ট প্রধান করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্রগ্রাম সিটি কর্পোরেশন,বিশেষ অতিথি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি মাহবুব আলম চট্টগ্রাম চেম্বার অব কমার্স, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি নুরে আলম মিনা, পুলিশ সুপার চট্টগ্রাম, আরো উপস্হিত ছিলেন এন বি আর এর কর্মকর্তা  ঢাকা অফিস। অনুষ্ঠান শেষে খাগড়াছড়ির (১জন) সেরা কর দাতার হাতে পুরস্কার তুলে দেন আ জ ম নাছির উদ্দিন, মেয়র, চট্রগ্রাম সিটি কর্পোরেশন

। খাগড়াছড়ির  সেরা  করদাতার পুরস্কার  গ্রহন করছেন  মো: শহীদুল ইসলাম ভূঁইয়া,চেয়ারম্যান রামগড় উপজেলা পরিষদ, খাগডাছড়ি পার্বত্য জেলা।তিনি রামগড়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী সাহাব উদ্দিন ভূঁইয়ার ২য় ছেলে।তিনি ২০১৪ ইং সনের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।তিনি একজন সফল ব্যবসায়ীও  দেশ প্রেমিক সু-নাগরিক।

খাগড়াছড়ি জেলার সেরা করদাতা নির্বাচিত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজ,সাংবাদিক সমাজ, রাজনৈতিক সমাজ ও সচেতন নাগরিক মহল  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *