আবদুল্লাহ রিয়েল:- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ৫ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ইউনিট হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের কর্ম প্রতিবেদন পাঠ, বাজেট পেশ ও ২০১৭-২০১৯ সালের কার্যকরি পরিষদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যকরী কমিটির সদস্য মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট আক্রামুজ্জামান, এডভোকেট আনোয়ারুল করিম ফারুক, গিয়াস উদ্দিন আহম্মদ বুলবুল, রবিউল হক রবি, নাজমুল হক শামিম প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত নতুন কার্যকরী পরিষদের সদস্যগণ হলেন: ভাইস-চেয়ারম্যান-নিজাম উদ্দিন হাজারী এম.পি, সেক্রেটারি- সাইফুর রহমান সাইফু, সদস্য-এডভোকেট আক্রামুজ্জামান, আবু সুফিয়ান, দিদারুল কবির রতন, শুশেন চন্দ্র শীল, আবুল হাশেম।
অনুষ্ঠান পরিচালনা করেন ফেনী জেলা ইউনিটের সহকারী পরিচালক আলা উদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের যুব প্রধান মোঃ রফিুল ইসলাম রবিন ও মাঈন উদ্দিন সোহাগসহ যুব রেড ক্রিসেন্ট এর নেতৃবৃন্দ।
সম্পাদনা/ সৈয়দ মনির