ফেনী :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরণ শেষে ঢাকা যাওয়ার পথে ফেনীর মহিপালে দুটি পার্কিং করা বাসে পেট্রোল বোমা মেরে পোড়ানোর ঘটনায় ফেনী জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালা উদ্দিন মামুন, যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার, কাজিরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন সহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামী করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। আগুনের ঘটনাস্থল থেকে আটক বাস চালক ও হেলপারসহ ৬জনকেও আসামী হিসেবে রয়েছেন। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) নুরুল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিরদর্শন শেষে ঢাকায় ফেরার পথে মহিপাল ফিলিং স্টেশনের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে পাশে লেনে দুটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয় দূবৃত্তরা।