যুবলীগ নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

 

ফেনী প্রতিনিধি :

সোনাগাজীতে আইনশৃংখলা বাহিনী কর্তৃক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে চরছান্দিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল আফছারের পরিবার।শনিবার বিকালে সোনাগাজী প্রেসক্লাবে যুবলীগ নেতা নুরুল আফছারের স্ত্রী আয়েশা ছিদ্দিকি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, নুরুল আফছারের পরিবার নির্যাতিত ও পরিক্ষিত আওয়ামী পরিবার।বিগত বিএনপি জামায়াত জোট সরকারের সময় পরিবারটির উপর জোট সরকার সমর্থক সন্ত্রাসীরা ভয়ংকর নির্যাতন চালায় এবং মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করে।এমনকি তারা আফছারের বসতভিটা পর্যন্ত দখল করে নেয়।২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জোট সরকারের সময় দায়ের করা মামলায় নুরল আফছারকে র‌্যাব ২০১৬ সালের শুরুতে গ্রেফতারের সময় প্রকাশ্যে শত শত মানুষের উপস্থিতিতে গুলি করে হত্যার চেষ্টা চালায়।একপর্যায়ে মিথ্যা মামলায় কারাগারে প্রেরন করে।র‌্যাবের গুলিতে গুরতর আহত নুরুল আফছার এক বছর কারাভোগ শেষে ২০১৭ সালের জানুয়ারীতে মুক্তিলাভ করে।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন নুরুল আফছার মক্তিলাভের কয়েক দিনের মাথায় তার বাড়ী থেকে ৮/৯ কিলোমিটার দুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে চরদরবেশ ইউপির যুবদল সম্পাদক  ভাগিনা কালাম নিহত হয়।ওই ঘটনায় র‌্যাবের উপর হামলা ও অস্ত্র উদ্ধারের বিষয়ে র‌্যাব বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একাধীক মামলা দায়ের করে।মামলাগুলোতে র‌্যাব যুবদল নেতাকর্মীদের সাথে একমাত্র যুবলীগ নেতা নুরুল আফচারকেও উদ্দেশ্যপ্রনোদিতভাবে আসামী করে।বর্তমানে মামলার ভয়ে আফচার প্রানভয়ে পালিয়ে বেড়াচ্ছে।কান্নাজনিত কন্ঠে অাফছার’র স্ত্রী আয়েশা ছিদ্দিকি বলেন,নির্যাতিত আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবার হয়েও আইনশৃংখলা বাহিনীর হয়রানী থেকে মুক্তি পাচ্ছেনা।

ইতিমধ্যে র‌্যাবের দায়ের করা মিথ্যা মামলার গ্লানী টানতে টানতে আমরা নি:স্ব হয়ে গেছি।তিনি আইনশৃংখলা বাহিনীর নির্যাতন ও হয়রানী থেকে রক্ষা পেতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক সম্মেলনে  আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নুরুল আফচারের ছেলে মেয়ে,মা বোন,ভাইসহ শতাধীক এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *