পাওনা টাকা চাওয়ায় কৃষকের পরিবারের উপর হামলা : আহত ৪

ছবিতে : আহত নুরুজ্জামান সুমন ও শাহীন । মাঝে নুর আলম ।

সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীর চরশাহাপুরে পাওনা টাকা চাওয়ায় কৃষকের পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই পরিবারের নারী-পুরুষসহ ৪ জন আহত হয়েছেন।

আহতরা হচ্ছেন- নুরুজ্জামান সুমন, মো: শাহীন , নুর নবী ও তার স্ত্রী ফিরোজা খাতুন।

২১ জুলাই সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের চর সাহাপুর গ্রামের জামালের বাড়ীর নতুন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পরদিন আহতদের বড় ভাই মো: নুর আলম সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

নুর আলম জানান , চার মাস আগে একই এলাকার বাদশা মিয়ার ছেলে রনি আমার ছোট ভাই শাহীনের কাজ থেকে দুইশত টাকা ধার নেয়।

ওইদিন পাওনা টাকা চাওয়ায় নুরুজ্জামান সুমনকে নানা ধরনের অশালীন গালমন্দ করে রনি ।
সন্ধায় চর সাহাপুর নতুন রাস্তার মোড়ে শাহীন ও নুরুজ্জামান সুমনের উপর হামলা চালায় রনি এবং তার সহযোগী বাবলু(২২), মো: জনি(২১), রাকিব(২৫), মো: বাহার মিয়া ।

এসময় হামলাকারীরা সুমনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে ।

সুমনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন ।

কর্তব্যরত চিকিৎসক জানান, সুমনের মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে ।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

হামলাকারীরা ওইরাতে আবার ২য় দফা সুমন ও শাহীনের বাড়িতে এসে তাদের বসতঘরে হামলা চালায় তাদের বাধা দিতে গেলে সুমনের বাবা ও মা ফিরোজা খাতুনের উপরও হামলা চালায় তারা।

নুরুল আলম আরো বলেন, ঈদের দিন এই ঘটনা ঘটলেও আমরা সাথে সাথে থানায় এসে অভিযোগ দায়ের করি। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।

এ ব্যপারে রনি জানান, পাওনা টাকার জেরে সুমনগং আমাদের ওপর হামলা করেছে । মামলার প্রস্তুতি চলছে বলে জানান রনি ।

মামলার তদন্ত কর্মকর্তা মডেল থানার এসআই মো. ইয়াকুব জানান, ঘটনার দিন থেকে তিনি ছুটিতে ছিলেন । শনিবার সকালে তিনি অভিযোগটি পেয়েছেন । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার ফেনী পুলিশ সুপারের হস্তক্ষেপ ও সহযোগীতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *