ফেনী সাংবাদিক ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি:
ফেনী সাংবাদিক ইউনিয়ন’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফেনী সরকারি কলেজ বধ্যভুমি সড়কের পাশে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলাপ্রশাসক মোমেনা আক্তার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেইন, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন, বিএমএ ফেনীর সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সমরজিৎ দাস টুটুল, সাংস্কৃতিক সংগঠক কবি উত্তম দেবনাথ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল করিম জাবেদ, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ’র সভাপতি নোমান হাবিব।

ফেনী সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি যতন মজুমদার’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, এফইউজের সিনিয়র সদস্য রবিউল হক রবি, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ, সদস্য রাজন চন্দ্র দেবনাথ, সৌরভ পাটোয়ারী, এমরান পাটোয়ারী, তোফায়েল আহমেদ নিলয়, এহতেশামুল হক, মোঃ শাহ আলম, সিরাজ উদ্দিন দুলাল, আফতাব হোসেন, রাসেল চৌধূরী, মোহাম্মদ ইলিয়াছ সুমন, আবদুল্লাহ আল মামুন, মিরাজুল ইসলাম, কামরুল ইসলাম হাজারী, অমিত কুমার প্রমূখ।


উল্লেখ্য, সপ্তাহব্যাপি ফেনীতে কর্মরত সাংবাদিক ও ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফেনী সাংবাদিক ইউনিয়ন’র পক্ষ থেকে ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *