ফেনী :
ফেনী থেকে ঢাকা নেয়ার পথে ৮ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চেকপোস্ট বসায় র্যাব-৭। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে, না থামিয়ে পালানোর চেষ্টা করলে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের তথ্য মতে ট্রাকের ড্রাইভিং সিটের পিছনে রক্ষিত ৪৪টি নীল রংয়ের পলি প্যাকেটের ভেতর ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা। ধৃতরা হলেন, শামীম মিয়া (৩৫) ও মোজাম্মেল হক (১৮)।
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছে।
ফেনী র্যাব কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার সাদেকুল ইসলাম জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় বুধবার বিকালে ধৃতদের মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা হস্তান্তর করা হয়েছে।
