পরিবারে অভাব : সোনাগাজীতে এক জেলের আত্মহত্যা

সোনাগাজী :
ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট সংলগ্ন আশা অফিসের সামনে গাছের সাথে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।


তার নাম হিরন চন্দ্র দাস (৪০)। সে উপজেলার মজলিশপুর গ্রামের জেলে বাড়ির অমুল্য চন্দ্র দাসের ছেলে। গত কয়েক বছর যাবৎ কুঠিরহাট সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।


পরিবার সুত্রে জানাগেছে, ছোট ফেনী নদীতে মাছ ধরে পাড়ায় পাড়ায় বিক্রি করতেন হিরন দাস। নদীতে এখন আগের মত মাছ পাওয়া যায়না, বিকল্প কাজের ব্যবস্থা না থাকায় স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে অভাব- অনটনে দিনাতিপাত করতেন তিনি।


হিরন দাসের স্ত্রী হীরা বালা দাস জানান, আয়ের চেয়ে ব্যায় বেশি হওয়ায় কিছুদিন যাবৎ পরিবারে খাবার জোগান দিতে পারেননি , সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারেননি ও বাসাভাড়া বকেয়াসহ নানা ধরনের সমস্যার কারনে তিনি আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন।


নিহতের বেয়াই রাজন্দ্র দাস বলেন, অভাবের কারনে স্বপরিবারে দীর্ঘদিন ভারতের কোলকাতায় ছিলেন। সেখানে ভালো কাজের ব্যবস্থা না হওয়ায় আবার দেশে এসে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।


সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম বলেন, হিরন দাসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *