Main Menu

অাল্লাহ মহান, ক্ষমাশীল যিনি আমাদের সকল তথ্য গোপন রাখেন

 

বাংলার দর্পন ডটকম :

প্রতিদিন সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে রাতে ঘুমানোর অাগ পর্যন্ত ১২-১৪ ঘন্টা অামাদের কর্ম জীবনে আমরা যেসব অন্যায়, অপকর্ম, অনাচার, মিথ্যাচারে লিপ্ত থাকি স্রষ্টা কৌশলে সব গোপন রাখেন।

 

আমরা সারাদিন নিজেকে বড় সাজাতে যেসব মিথ্যার অাশ্রয় নেয়, স্রষ্টা গোপন রাখেন বলেই আমরা বন্ধুর সাথে বিতর্কে জয়লাভ করি।

 

ঘরে স্ত্রী রেখে বাহিরে হাজারো পরকীয়ায় লিপ্ত থাকি, স্রষ্টা গোপন রাখেন বলেই অামার স্ত্রী কিছুই জানেন না সংসারও ভালোই চলে।

 

সারাদিন বিত্তশালী হওয়ার অাশায় ঘুষ, অবৈধভাবে আয়, অবৈধ ব্যাবসা সবই করি, কিন্তু স্রষ্টা গোপন রাখেন বলেই সেই অর্থে সংসার চলে, সম্পদ বাড়ে, মর্যাদাও বাড়ে।

 

বিদ্যান না হয়েও যুক্তির খাতিরে গায়ের ও গলার জোরে নিজেকে জ্ঞানী বুঝাই, কিন্তু স্রষ্টা গোপন করেন বলেই নির্বোধ হয়েও আমি বন্ধু মহলে জ্ঞানী বনে যায়।

 

ভেবে দেখুন, অামার আপনার চরিত্রের দিক গুলো পরিবার জানলে অাপনার কি হবে?

আমার আপনার অবৈধ অায়ের বিষয়ে সমাজ ও পরিবার জানলে কি হতে পারে?

অামার আপনার  জ্ঞান ও বুদ্ধির স্বল্পতা সমাজে জানাজানি হলে সম্মান কোথায় যাবে?

অামি আপনি ৮০% মিথ্যা বলি, সর্বমহলে জানাজানি হলে সমাজ কি আমাদের বিশ্বাস করবে?

 

এতসব সুযোগ যে স্রষ্টা দিচ্ছেন, যিনি আমার আপনার সকল অপকর্মের গোপনীয়তা রক্ষা করছেন তার শুকরিয়া অাদায় করুন।। আলহামদুলিল্লাহ।

 

লেখক -সৈয়দ মনির অাহমদ, সভাপতি- সোনাগাজী প্রেসক্লাব।


Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *