ফুলগাজী সংবাদদাতা :
ফুলগাজীর জিএমহাট বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মিভুত হয়েছে ।রবিবার রাত পৌনে ৩টার দিকে বাজারের মেইন রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডে জিএমহাট বাজারের মেইন রোডের হাসেম ফার্মেসী, মহিউদ্দিন ফার্মেসি, মদিনা এন্টারপ্রাইজ, সাহাবউদ্দিন ইলেকট্রিক দোকানসহপ্রায় নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। আইয়ুবের চা দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম ও জিএমহাট ইউপি চেয়ারম্যান মুজিবুল হক।তাঁরা জানান অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।