লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে ৯ম শ্রেণির ছাত্র নিহত

মো:আবদুর রহিম বাবলু,নাঙ্গলকোট প্রতিনিধি ।।
রোববার কুমিল্লার লাকসামে স্কুল থেকে বাড়ী ফেরার পথে বিদ্যুতের খুঁটির উপর পাখির বাসা থেকে ছানা পাড়তে গিয়ে মোঃ শাহাদাত হোসেন রাহাত (১৬) নামের স্কুল ছাত্র নিহত হয়েছে। সে লাকসাম পৌরসভার শ্রীপুর গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে ও স্থাণীয় রেলওয়ে এ মালেক ইনিষ্টিটিউটের নবম শ্রেনীর ছাত্র। নিহতের লাশ লাকসাম ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ কর্মীদের সহায়তায় উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে লাকসাম রেলওয়ে এ মালেক ইনিষ্টিটিউটের নবম শ্রেনীর ছাত্র শাহাদাত হোসেন (রাহাত) স্কুল শেষে বাড়ী ফেরার পথে রেলওয়ে পাওয়ার হাউজের দক্ষিণ পার্শে ও রেলওয়ে শ্রমিকলীগ কার্যালয়ের সংলগ্ন একটি বৈদ্যুতিক খুটির উপর পাখির বাসায় ছানা দেখতে পেয়ে সে উঠে পড়ে।এসময় বিদ্যুতের তারে জড়িয়ে সে ঘটনাস্থলে নিহত হয়। নিহতের লাশ খুটিতে প্রায় ২ ঘন্টা ঝুলে থাকে। পাশ্ববর্তী লোকজন লাকসাম বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিসের খবর দেয়। এসময় ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎকর্মীরা খুটির ঝুলন্ত লাশটি নামায়। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *