এম,তানভীর আলম :
এসআই/মোঃ শাহীন মিয়া ও সঙ্গীয় এএসআই শামীম আল মামুন সঙ্গীয় ফোর্সসহ রোববার মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে ভোর ০৮:০০ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন চকবাজার তেলিকোনা সাকিনস্থ মেসার্স নূরুল হুদা পেট্রোল পাম্পের সামনের পাকা রাস্তার উপর হইতে আসামী (১) মোঃ তাজুল ইসলাম, পিতা-ইউসুফ শেখ ধুনাই, সাং-পূর্ব চাঁনপাড়া, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জকে একটিপিকআপ ভ্যানে রাখা ০৪টি বস্তায় মোট ২৫০ বোতল করিয়া সর্বমোট (২৫০X৪)-১০০০ (একহাজার) ফেন্সিডিল সহ আটক করেন।এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হইয়াছে।