সোনাগাজী ও দাগনভুঞার উন্নয়নের জন্য মাসুদ চৌধুরীকে নির্বাচিত করতে হবে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : 
মহাজোট নেত্রীর সোনার বাংলা বিনির্মাণ এবং ফেনীসহ সোনাগাজী ও দাগনভুঞার উন্নয়নে সকলের সহযোগীতা প্রয়োজন।  যেকোন উপায়ে হোক বিজয় চিনিয়ে আনতে হবে। সোমবার বিকেলে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন ফেনী-৩ আসনে মহাজোট প্রার্থী  মাসুদ উদ্দিন চৌধুরী।


উপজেলা আ’লীগ সভাপতি রুহুল আমিন’র সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় আরও বক্তব্য  রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, পৌর আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন পাটোয়ারি , সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, প্রচার সম্পাদক- সৈয়দ দীন মোহাম্মদ,

ইউপি চেয়ারমম্যান দেলোয়ার হোসেন, এম এ হোসেন, ইসহাক খোকন, মোশারফ হোসেন বাদল, রবিউজ্জামান বাবু, নুরুল ইসলাম ভূট্টু, মোশারফ হোসেন মিলন, যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ, ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন পরে ফেনী ৩ আসনে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। মাসুদ চৌধুরী বিজয়ী হলে এ অঞ্চলে সার্বিক উন্নয়ন হবে।

এসময় উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *