টাঙ্গাইল প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন না। মানব সভ্যতার চাবিকাঠি হলো একটি দেশের ন্যায় বিচার। একটি দেশ সুন্দর হয় সে দেশের বিচার বিভাগের ওপর।’
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে জেলা বার সমিতি আয়োজিত আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসময় প্রধান বিচারপতি বলেন, ‘আমরা বিচারকরা নিয়ন্ত্রণাধীন, আমাদের রুলস আছে, আমরা এর বাইরে যেতে পারি না। বিচারকরা আইনের বাইরে কোনো কাজ করতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘এই দেশ শান্তিপূর্ণ দেশ ছিল, আজকাল কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাস মাথাচারা দিয়ে উঠেছে। একটা গোষ্ঠী ধর্মের নামে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কাজ করছে। নিজে তো মারা যাচ্ছেই সঙ্গে দুধের বাচ্চা মারছে। কোনো ধর্মেই এটা বলা নেই।’
জেলা বার সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন, সিনিয়র জেলা জজ মো. রবিউল ইসলাম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদা খানম।