দিরাইয়ে ইভটিজিংয়ের দায়ে এক বখাটের কারাদন্ড- বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় ১ বখাটে কে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় দিরাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন ইকবাল এই কারাদন্ড প্রদান করেন। আটককৃত বখাটে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের মকলিছ মিয়ার ছেলে ছালেক মিয়া (১৯)।

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল জানান, অষ্টম শ্রেনীতে পড়ুয়া মেয়েটিকে বখাটে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি পুলিশ কে অবগত করলে আমি ও পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করি। মঙ্গলবার সকালে বখাটে কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *