রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “গতি কমাও জীবন বাঁচাও” প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উপজেলা শাখার আয়ােজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা বাসস্ট্যান্ড মােড়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র রাণীনগর উপজেলা শাখার সভাপতি বখতিয়ার হােসেন ডায়মন্ড’র সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন, নিসচা’র উপদেষ্টা ও রাণীনগর শেরে-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাে: মােফাখ্খার হােসেন খান পথিক, প্রভাষক আবুল হাসান মন্ডল, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার (চঞ্চল), সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, প্রকাশনা বিষয়ক সম্পাদক পাভেল রহমান, প্রচার সম্পাদক উজ্জল হােসেন, জাহিদ হােসােন শিমুল, জীবন কুমার প্রমুখ।