অাইন সকলের জন্য সমান, সকল অপরাধীর বিচার হবে : ফেনীতে স্বরাষ্ট্রমন্ত্রী 

 

ফেনী  প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর নির্যাতনকারীদের ছাড়া দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নির্যাতনকারীদের বিচার হবে। কাউকেই ছাড় দেয়া হবে না, সে সমাজের কোটিপতি হোক, আর যতবড় শক্তিশালীই হোক। বিচার হবেই।

রবিবার ফেনী মিজান ময়দানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার তদন্ত চলছে। মামলায় দোষী হলে কেউ ছাড় পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের চোখে সব সমান। দোষীদের শাস্তি হবে।

এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভিশন ২০৩০ হাস্যকর মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

তিনি আরও বলেন, বিএনপি অতীতে নির্বাচনে না গিয়ে ভুল করেছে, এবার আর ভুল করবে না। তারা অনেক জ্বালাও-পোড়াও করেছে। তারা এবার নির্বাচনে আসবে। সময়মত নির্বাচন হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা অা’লীগের সাধারন  সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান মনির, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার।  অারো বক্তব্য রাখেন ফেনী পৌর মেয়র হাজী অালাউদ্দিন,  সোনাগাজী পৌর মেয়র এড রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী পৌর চত্বরে বাংলাদেশ কৃষকলীগ ফেনী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *